X

Senior Officer(General) (Base Year-2022)

xr:d:DAF3z5rQRmE:2,j:8094507639926819007,t:23122315

Senior Officer (GENEREL) JOB ID 10201 এ নিয়োগ প্রকাশ করল, ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্যভূক্ত 8টি ব্যাংক ও 10 টি আর্থিক প্রতিষ্ঠান এ সমম্বিতভাবে পরীক্ষার মাধ্যমে শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে এদেশের নাগরিকদের জন্য ONLINE APPLICATION প্রযোজ্য।
বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি নম্বর: ১৩৩/২০২৩ বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০ বাংলাদেশ। নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ৬ পৌষ, ১৪৩০ তারিখঃ২১ ডিসেম্বর, ২০২৩

নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা

১।পদের নাম: – ‘অফিসার (সাধারণ)’-২০২২ সাল ভিত্তিক
২। Job ID No. 10201(যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে)।
৩। পদ সংখ্যা:- ৯৭৪টি (সোনালী ব্যাংক পিএলসি ৪১৪টি, জনতা ব্যাংক পিএলসি ১০০টি, অগ্রণী ব্যাংক পিএলসি ২৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ৪০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬৮টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬০টি, কর্মসংস্থান ব্যাংক ১২টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ২০টি, ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ১০টি)
8 । বেতন স্কেল:- জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০———৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা ।
৫ । শিক্ষাগত যোগ্যতা বিবরণ:-
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১(এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে । গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না ।
ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে।
৬। বয়স (২০/০১/২০২৪ তারিখে):
ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
৭। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ২০/০১/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা।

৮। Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ২৩/০১/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা।
৯। আবেদন ফিঃ অফেরতযোগ্য টা. ২০০/-(টাকা দুইশত মাত্র) ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে Prepaid Payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে ।

Senior Officer(General) (Base Year-2022)

সিনিয়র অফিসার সাধারন (2022 সাল ভিত্তিক)

আবেদনের নিয়মাবলী ও অনলাইন তথ্য


ক. Online Registrationঃ কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া
যাবে।
খ. CV ID Number: বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীগণ Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে (একজন প্রার্থীর বিপরীতে একের অধিক CV তৈরি করা যাবে না ) ।
গ. প্রার্থীর বিবরণঃ প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে । ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানাঃ প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানাঃ প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
বিস্তারিত আরো জানতে WEBSITE VISITE BANGLADESH BANK

নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে নিচের ছবির লেখা পড়ুন

আবেদন করতে নিচের লিং

এ প্রবেশ করুন । আপনার পূর্বে আবেদন করা থাকলে আইডি পাসওর্য়াড দিয়ে খুব সহজ ভাবে আবেদন করুন। আপনি নতুন প্রার্থী হলে আপনাকে ব্যাংলাদেশ ব্যাংক এর আবেদন লিংকে গিয়ে ছবির সাইজ ও স্বাক্ষর সাইজ সঠিক নির্দেশনাঅনুযায়ী সকল তথ্য দিয়ে online application করুন।

BDJOBS21.COM এর সাথে থাকুন এবং নতুন নিয়োগ,ফলাফল,এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত তখ্য জানুন।

bdjobs21.com: