সৈনিক পদে নিয়োগ ২০২৪, admite download 2024

soinik job circular 2024
bangladesh soinik job circular 2024

সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করল। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কাজ করতে আগ্রহী হবেন। মোবাইলে এস এম এস এর মাধ্যমে ধাপ অনুযায়ী অনলাইনে আবেদনের সুযোগ প্রদান করা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তার জন্য দেশ ও মানুষের কল্যানের কাজে নিয়োজিত। সশস্ত্র বাহিনীর এ বিজ্ঞপ্তিতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য আবেদন করার সুযোগ আছে। এখানে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ বিবেচনা করা হবে। তাই নিয়োগে দেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।

বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন ২০২৪

সৈনিক পদে প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কি তথ্য তাদের অফিসিয়াল ওয়েব সাইটে দেতখে পাবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ও শারীরিক যোগ্যতা সম্পর্কে নির্দিষ্ট শর্তাবলী আছে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে । এবং নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সৈনিক হিসেবে কাজ করার জন্য প্রার্থীদের শারীরিক ও মানসিক দৃঢ়তা থাকতে হবে। তাদের সক্রিয়ভাবে যুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ মানসিকতা অটুট থাকতে হবে। সামরিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে। সৈনিক হিসেবে কাজ করার জন্য প্রার্থীদের মানসিক ও শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে।

সৈনিক পদে নিয়োগ ২০২৪

Bangladesh Army Application Start and Last Date -এস এম এস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১০ জানুয়ারী ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ যা পুরুষ/মহিলা আবেদন করতে পারবেন। নিধারিত সময়ের মধ্যে আবেদন এসএমএস ও অনলাইন ফরম পূরন করুন। বিজ্ঞপ্তিতে দেয়া সময়ের পর আবেদন গ্রহন করা হবে না। আবেদন করার পূর্বে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। সৈনিক পদে গুরুত্বপূর্ণ কাজে দেশ ও মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নিজের মানসিক শক্তি আরো দীর্ঘ করুন। আগ্রহ তৈরি করুন। নিজেকে একধাপ এগিয়ে রাখায় প্রচেষ্টা চলমান রাখুন।

Bangladesh Senabahini job circular 2024

সৈনিক পদে ২০২৪ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন-Bangladesh Army. The application form is available online, and it is important to fill out all the required information accurately.

apply for bangladesh armi

বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে ১ম ধাপ এস এম এস এর মাধ্যমে প্রার্থীর তথ্য যাচাই বাচাই টেলিটক কর্তৃক প্রার্থীকে পিন নম্বর দেয়া হবে এর পর ২য় ধাপে ভর্তি পরীক্ষা ফি প্রদান করতে হবে। ৩য় ধাপে user id and password প্রদান করা হবে। টাকা পেমেন্ট করা হলে আপনি user id ও password পারয়ার পর আবেদন করতে এই লিং http://sainik.teletalk.com.bd গিয়ে ফরমটি সঠিক ভাবে পূরণ করে সম্পন্ন করতে হবে।

admit card download 2024

সৈনিক পদে online আবেদন করার পর প্রার্থীকে প্রবেশ পত্র download বা প্রিন্ট করে নিতে হবে। আপনি যদি ৭দিনের মধ্যে প্রবেশপত্র download বা প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে download বা প্রিন্ট করতে পারবেন না। আরো bangladesh armi job circular, admit card download, Result, চাকরির বিজ্ঞাপন 2024, ও সকরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিওর নিয়োগ জানতে BDJOBS21.COM আমাদের সাইটের সাথে থাকুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *