Bangladesh Police Cadet Sub-inspector (unarmed) Jobs Circular 2024 . Bangladesh Police Department Published a new Vacancy 02 february 2024, You Can Download sub inspector jobs Circular with Pdf File Please Scroll Down and Find PDF Download Logo. If you Like Our Site Please Share Post
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024।
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের প্রকৃত শুন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো-
১. প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা
১.১ প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স 22 ফেব্রুয়ারী 2024 খ্রিষ্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হত হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর।
১.২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১.২.১ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত:
১.২.২ কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
১.৩ জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসুত্রে বাংলাদেশী হতে হবে।
১.৪ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহনযোগ্য নং) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
১.৫ প্রার্থীর শারীকি মাপ:
বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থীউচ্চতাকমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬বুকের মাপবুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২৮
এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬প্রযোজ্য নয়ওজনবয়স ও উচ্চতার ওজন অনুমোদিত পরিমাপের হতে হবেদৃষ্টিশক্তি৬/৬
২.১ প্রথম ধাপ:
২.১.১ http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।
২.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;
২.১.৩ আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;
২.১.৪ অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে;
২.১.৫ আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
২.১.৬ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে;
২.১.৭ অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না।
২.২ দ্বিতীয় ধাপ:
প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;
প্রথম এস এম এস (SMS) : : SIP USER ID লিখে ১৬২২২ নম্বরে send করতে হবে Example: SIPABCDEF
Reply: “Applicant’s Name”, TK 40/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SIP YesPin NUMBER & Send to 16222
দিতীয় এসএমএস (SMS): SIP YES PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে send করতে হবে
Example: SIP YES xxxxxxxxxx
Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of
Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2024. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).
Police Sub Inspector SI Job Circular 2024
Bangladesh Police Sub inspector jobs Circular pdf download file Available for Download, please Click Here To Download Original File
বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর চাকরির সার্কুলার পিডিএফ ডাউনলোড ফাইল ডাউনলোডের জন্য উপলব্ধ, মূল ফাইল ডাউনলোড করতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন