নতুন নিয়োগ প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক -২০২৩
bangladesh bank এ সহকারী পরিচালক (আইসিটি) এর 48 টি পদে নিয়োগের লক্ষ্যে নিম্ন শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্হবান করা যাচ্ছে।
গ্রেড এবং বেতন স্কেল নবম গ্রেডে জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22000-23100-24260-25480-26760-28100-29510-30990-32540-34170-35880-37680-39570-41550-43630-45820-48120-50530-53060 স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি। Apart from this , i will try to give information about new recruitment BDJOBS21.COM
Education Qualification it is given in the picture the below
আবেদন ফরম পূরন
Application Start Date 12/12/2023. and last date of application 13/01/2024
শুধু মাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ online Application From পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। online Application From -এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। 13/01/2024 তারিখ বা তৎপূর্বে যাদের 04 বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারা আবেদন যোগ্য হবেন। আরো জানতে BANGLADESH BANK এর ওয়েব সাইটে দেখতে পারবেন।